মৃত্যু! শোকস্তব্ধ প্রধানমন্ত্রী

দু-বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল তাঁর। দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। অস্ত্রোপচারও করানো হয়। কিন্তু শেষরক্ষা হল না।

author-image
Pallabi Sanyal
New Update
aaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : দেশের কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদীর জীবনাবসান।৭৭ বছরে পাড়ি দিলেন না ফেরার দেশে। তার মৃ্ত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন,"প্রখ্যাত ক্রিকেটার বিশান সিং বেদির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। খেলাধূলার প্রতি তার আবেগ ছিল অটুট এবং তার অনুকরণীয় বোলিং পারফরম্যান্স ভারতকে অসংখ্য স্মরণীয় জয়ের দিকে নিয়ে গেছে। তার পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা।"

 

 

hiring 2.jpeg