DA বাড়ছে! সরকারি কর্মীদের জন্য কালীপুজোর আগেই স্টেপ মুখ্যমন্ত্রীর

সরকারি কর্মীদের জন্য মুখ্যমন্ত্রী নিজের কালীপুজোর আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রস্তাব পাঠিয়ে দিলেন নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন সেই প্রস্তাবে রাজি হলে কালীপুজোর মধ্যেই মহার্ঘ ভাতা বেড়ে যাবে রাজ্য সরকারের কর্মীদের।

author-image
Anusmita Bhattacharya
New Update
dddd

নিজস্ব সংবাদদাতা: রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগী মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রস্তাব পাঠিয়ে দিল রাজ্য সরকার। সেই প্রস্তাবে অনুমোদন পড়লেই রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগী মহার্ঘ ভাতা বাড়িয়ে দেওয়া হবে। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কালীপুজোর ঠিক আগের দিন সেই ঘোষণা করেছেন তিনিশনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন যে দীপাবলির পবিত্র সময়ে নির্বাচন কমিশনের কাছে মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের চার শতাংশ ডিয়ারনেস অ্যালোওয়েন্স (মহার্ঘ ভাতা) চার শতাংশ বৃদ্ধি করার প্রস্তাব পাঠিয়েছে রাজ্য সরকার। সেই প্রস্তাবে নির্বাচন কমিশন অনুমোদন দিলে মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বেড়ে ৪৬ শতাংশ হয়ে যাবে। আপাতত তাঁরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান।