' মারণধূপ ' ! বিছানাতেই চিরঘুমে দুই স্কুলছাত্র

এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

author-image
Adrita
New Update
আবাসনের লিফট থেকে পড়ে মৃত্যু ব্যক্তির

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রাতে মশার ধূপ জ্বেলে ঘুমোতে যাওয়াই 'কাল' হল। জানা গিয়েছে, মশা তাড়াতে খাটের নীচে ধূপ জ্বালিয়েছিল দুই স্কুলছাত্র। কিন্তু রাতে সেই ধূপ থেকেই বিছানার চাদরে আগুন লেগে যায়। এর ফলে বিছানাতেই এক রাতেই চিরঘুমে চলে যায় ওই দুই ছাত্র। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে। 

সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, ধোঁয়ার গন্ধ পেয়ে ছেলেদের বাবা ঘরে গিয়ে দেখেন যে, সেখানে আগুন জ্বলছে। সেই মুহূর্তেই ছোট ছেলের মৃত্যু হয়। তৎক্ষণাৎ বড় ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।