নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও হামলায় সন্ত্রাসীদের হাতে নিহত হন এন রামচন্দ্রন। সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তাঁর মেয়ে আরতি। এদিন তিনি বলেন, “গুলির শব্দ শুনে আমি আমার বাবাকে জিজ্ঞাসা করি, ওই শব্দটা কী। তিনি বললেন, তিনি নিশ্চিত নন। আরও গুলির শব্দ শুনতে পেয়ে আমরা দৌড়াতে শুরু করলাম। আমরা দেখলাম অন্যরাও দৌড়াচ্ছে। সব মিলিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হল। হঠাৎ আমরা একজন লোককে বন্দুক হাতে আসতে দেখলাম। আমাদের পাশে ২-৩টি দল ছিল। আমরা দেখলাম লোকটি দলটিকে কিছু জিজ্ঞাসা করছে, এবং তারপর সে তাদের দিকে গুলি চালাচ্ছে। এতে আমি আতঙ্কিত হয়ে পড়লাম এবং আমি আমার বাবাকে বললাম যে লোকটি আমাদের দিকে আসছে। আমার বাবা শান্ত ছিলেন, এবং বললেন, দেখা যাক কী হয়। লোকটি আমাদের দিকে এসে বলল, 'কলমা'। আমরা যখন বললাম যে আমরা বুঝতে পারছি না সে কী বলছে, তখন লোকটি আমার বাবাকে গুলি করেছে!”
/anm-bengali/media/post_attachments/f84f7ec7-17d.png)