নিজস্ব সংবাদদাতা:নতুন বছরের প্রথম দিনে মন্ত্রিসভার বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মোদী সরকার। প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ২০২৫-২৬ পর্যন্ত প্রধানমন্ত্রী শস্য বিমা প্রকল্প এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বিমা প্রকল্প চালিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ৬৯৫১৫.৭১ কোটি টাকা বরাদ্দ হল। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কৃষকরা ১৩৫০ টাকায় ৫০ কেজি ডিএপি সারের বস্তা কিনতে পারেন। সরকার DAP-তে অতিরিক্ত ৩৮৫০ কোটি টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিল। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বাড়তি দামের প্রভাব কৃষকদের ওপর না পড়ে।
মন্ত্রিসভা ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত NBS ভর্তুকি ছাড়া ডিএপি-তে এককালীন বিশেষ প্যাকেজ বাড়ানোর মঞ্জুরি দিয়েছে।