নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ের (Chhattisgarh) দান্তেওয়াড়ায় (Dantewada Naxal Attack) বুধবার বিকেলে বড়রকমের হামলা হয়েছে। এই হামলায় ১০ জন ডিআরজি (ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড) জওয়ান শহীদ হয়েছেন। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (CM Bhupesh Baghel) জানিয়েছেন, নকশালদের উপস্থিতির খবর পেয়ে সেনারা তল্লাশির জন্য বের হয়। এরই মধ্যে নকশালরা (Naxal) একটি আইইডি বিস্ফোরণ (IED Blast) ঘটায়। কয়েক বছর আগে বিজাপুর হামলার পর এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় নকশাল হামলা বলে মনে করা হচ্ছে। তবে এবারই প্রথম নয় যে নকশালদের হামলায় এত বেশি সংখ্যক জওয়ান শহিদ হয়েছেন।
দেখে নেওয়া যাক এর আগে কিছু গুরুতর হামলার ঘটনাগুলো-
১. ২০১০ সালের ৬ এপ্রিল ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় সবচেয়ে বড় নকশাল হামলায় ৭৬ জন জওয়ান নিহত হয়েছিলেন।
২. ২০১৩ সালের ২৫ মে জিরাম উপত্যকায় হামলা হয়। ওই হামলায় মাওবাদীরা পরিবর্তন যাত্রায় হামলা চালিয়েছিল। যেখানে শীর্ষ কংগ্রেস নেতা সহ ৩০ জনেরও বেশি মানুষ নিহত হন।
৩. ২০১৪ সালের ১১ মার্চ জিরাম উপত্যকায় ফের হামলা হয়, যাতে ১৪ জন জওয়ান শহিদ হন।
৪. ২০১৫ সালের এপ্রিলে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদীদের বসানো ল্যান্ডমাইন বিস্ফোরণে চার নিরাপত্তা কর্মী নিহত ও আটজন আহত হন।
৫. ২০১৭ সালের মার্চ মাসে ২১৯ তম ব্যাটালিয়নের সিআরপিএফ জওয়ানরা বস্তারে মাওবাদী হামলায় নিহত হন।
6. ২০১৭ সালের মার্চ মাসে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় ল্যান্ডমাইন বিস্ফোরণে ৭ জন সিআরপিএফ জওয়ান নিহত হন।