মহুয়ার বিরুদ্ধে বুলেটের গতিতে CBI ব্যবস্থা, বলছেন সাংসদ

হল না শেষ রক্ষা, মহুয়া মৈত্রের সম্পর্কে প্রাথমিক অনুসন্ধান শুরু করে দিল সিবিআই।

author-image
SWETA MITRA
New Update
mahuaaaa.jpg

নিজস্ব সংবাদদাতাঃ 'ক্যাশ ফর কোয়েরি' মামলায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করে দিয়েছে। এদিকে এই বিষয় প্রসঙ্গে তৃণমূলের পর বড় মন্তব্য করলেন বিএসপি সাংসদ দানিশ আলি (Danish Ali)। তিনি বলেন, "এই দেশে কিছু তুচ্ছ অভিযোগের ভিত্তিতে বুলেটের গতিতে ব্যবস্থা নেওয়া হয়। মহুয়া মৈত্রের বিষয়টি সংসদের নৈতিকতা কমিটির কাছে ছিল, এমনকি সেখানেও তার কথা শোনা যায়নি। এটা অনুভব করা হয় যে যদি কোনও নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আওয়াজ উত্থাপিত হয় তবে সেই কণ্ঠটি নীরব করার সমস্ত প্রচেষ্টা করা হবে। কিন্তু দেশ এটা সহ্য করবে না।“