নিজস্ব সংবাদদাতাঃ গরম পড়তেই শুরু হয়েছে লোডশেডিং এর সমস্যা। এই সমস্যা থেকে মুক্তির কি উপায় ? তবে এই আবহেই ক্রমশ বেড়েই চলেছে এসি কেনার প্রবণতা। বিদ্যুৎ দফতরের তথ্য অনুযায়ী, গত বছর জুন মাসে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা যা ছিল এবারে এপ্রিলেই তা ছুঁয়ে ফেলেছে। ফলে মে, জুন মাসে বিদ্যুতের চাহিদা কোন জায়গায় গিয়ে পৌঁছবে তা নিয়ে চিন্তিত আধিকারিকরা। দাবদাহ একইভাবে নিজের স্পেল বজায় রাখলে আগামী মাসে বড়সড় বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা করছে খোদ বিদ্যুৎ দফতর।
পরিস্থিতির জন্য সঠিক তথ্য না দিয়ে এসি কেনার প্রবণতাকে দায়ী করছেন দফতরের কর্তারা। তাদের মতে, গরমের হাত থেকে বাঁচতে যেভাবে মানুষ মুড়ি মুড়কির মতো এসি কিনছেন এবং বিদ্যুৎ দফতরকে না জানিয়ে ব্যবহার করছেন তাতে বিদ্যুতের চাহিদা প্রতিনিয়ত বেড়ে চলেছে।