নিজস্ব সংবাদদাতা : হাতে সময় কম থাকলে নির্দিষ্ট সময়ে গন্তব্যে না পৌঁছনোর আশঙ্কায় অনেকেই তাড়াহুড়ো শুরু করেন। এমনকি, চলন্ত ট্রেনে বা বাসে ওঠার পর্যন্ত ঝুঁকি নিয়ে ফেলেন। কিন্তু জানেন কি, এতে হতে পারে মারাত্মক বিপদ? এমনকি হতে পারে মৃত্যু পর্যন্ত। আরপিএফের শেয়ার করা একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সদ্যই। যেখানে একই ভুল করতে দেখা গিয়েছে বাবা ও ছেলেকে। স্টেশনে সবে ঢুকছে ট্রেন। চলন্ত অবস্থাতেই ওঠার চেষ্টা করে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে পড়ে গেলেন দুজনেই। আর বিপদ বুঝেই ছুটে আসেন আরপিএফ আধিকারিকরা। তাদের অক্ষত অবস্থাতেই উদ্ধার করা হয়েছে। আকোলা স্টেশনের সেই রোম হর্ষক ভিডিওটি দেখুন।