'বিপর্যয়' আছড়ে পড়ার আগেই বিপদ, দ্বীপে আটকে একাধিক, চলছে তদন্ত'বিপর্যয়' আছড়ে পড়ার আগেই বিপদ, দ্বীপে আটকে একাধিক, চলছে তদন্ত

আজই 'বিপর্যয়' আছড়ে পড়বে গুজরাটে। তবে তার আগেই খিরদাত দ্বীপে একাধিক মানুষ আটকে রয়েছে বলে জানা যাচ্ছে। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
ভি

নিজস্ব সংবাদদাতা: 'বিপর্যয়' আছড়ে পড়ার আগেই বিপর্যয় গুজরাটের কচ্ছে। 'বিপর্যয়' আসার আগেই খউয়ের খিরদাত দ্বীপে ৩ জনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে ২ জুন পুরুষ ও ১ জন নারী রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এনডিআরএফ, কোস্টগার্ড এবং মেরিন পুলিশ আটকে পড়া মানুষদের উদ্ধার করতে কোস্টগার্ড স্টেশনে পৌঁছেছে। উদ্ধারের প্রস্তুতি চলছে।