নিজস্ব সংবাদদাতা: 'বিপর্যয়' আছড়ে পড়ার আগেই বিপর্যয় গুজরাটের কচ্ছে। 'বিপর্যয়' আসার আগেই খউয়ের খিরদাত দ্বীপে ৩ জনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে ২ জুন পুরুষ ও ১ জন নারী রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এনডিআরএফ, কোস্টগার্ড এবং মেরিন পুলিশ আটকে পড়া মানুষদের উদ্ধার করতে কোস্টগার্ড স্টেশনে পৌঁছেছে। উদ্ধারের প্রস্তুতি চলছে।