নিজস্ব সংবাদদাতা: “ইয়ে হাসিন ভাদিয়া…” বোধহয় এই মরশুমের জন্যেই একেবারে যথাযোগ্য গান। শীতেই ভূ-স্বর্গ ধরা দেয় এই অপরূপ সুন্দরতায়। ইতিমধ্যেই বেশ কয়েকবার তুষারপাত হয়ে গিয়েছে জম্মু ও কাশ্মীরে। তবে সময় যত গড়াচ্ছে ততোই যেন উপত্যকায় শীত জাঁকিয়ে বসছে। এদিন তাপমাত্রা আরও কমায় কুয়াশার ঘন চাদরে ঢাকা পড়েছে শ্রীনগর। ডাল লেকও দেখা যায় সম্পূর্ণ ঢাকা। ডাল লেকের এমন মনোরম সৌন্দর্য্য সচারচর নজরে আসে না। আজ যেন তা আলাদা মাত্রাই যোগ করেছে।