নিজস্ব সংবাদদাতা: এবার সরকারি কর্মচারীদের (Govt Employee) জন্য বড়সড় সুখবর। কেন্দ্রীয় সরকার (Central Govt) শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য DA (Dearness Allowance) এবং DR (Dearness Relief) বৃদ্ধি করতে চলেছে। প্রতি বছরের জানুয়ারি এবং জুলাই মাসে মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করা হয়। বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ DA পেলেও জুলাই মাসে ফের ৪ শতাংশ বাড়বে। কোনো কর্মচারীর মূল বেতন (Salary) ১৮,০০০ টাকা হলে তার বেতন প্রতিমাসে ৭২০ টাকা বাড়বে। আবার কোনো কর্মচারীর মূল বেতন প্রতি মাসে ৫৬,৯০০ টাকা হলে তাঁর বেতন মাসিক ২,২৭৬ টাকা বাড়বে।