নিজস্ব সংবাদদাতা: অন্তবর্তী বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে ঘোষণা করা হয়নি কিছু। যদি মহার্ঘভাতা প্যাটার্ন দেখা হয় তাহলে দেখা যাচ্ছে যে সাধারণত মার্চ মাসে প্রথমের দিকে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়। এই বৃদ্ধি জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময়ের জন্য। এই অবস্থায় মার্চ মাসে ২০২৪ সালের প্রথমদিকের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে।