BREAKING: আলোচনা নয় এখন কড়া পদক্ষেপ নেওয়ার সময় ! এবার পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ
BREAKING: যুদ্ধের পরিস্থিতিতেও জলের সঙ্কট হবে না ভারতে, কাজ করেছে মোদির এই মাস্টারস্ট্রোক ! বড় দাবি করলেন হেভিওয়েট মন্ত্রী
পানামা ও সুয়েজ খাল নিয়ে এবার বড় দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প
আকাশ থেকে আগুন ঝরছে, তীব্র তাপে শরীর ঝলসে যাবে, তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পেতে পারেন, চিন্তাভাবনায় ইতিবাচকতা আনার চেষ্টা করুন!
কাজের চাপের কারণে, শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন! এই রাশি নিজেকে খুশি রাখুন
আর্থিক অবস্থা ভালো হচ্ছে, আটকে থাকা টাকা উদ্ধার করা সম্ভব! এই রাশির ভাগ্যে আজ আর কি আছে?
জল ছেড়ে দিল ভারত! বন্যা পাক অধিকৃত কাশ্মীরে
"হত্যা বন্ধ করুন"! ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন চুক্তি নিয়ে পোস্টের পর বিস্ফোরক মাস্ক

দীপাবলির আগেই DA নিয়ে দুর্দান্ত আপডেট! কত বাড়বে টাকা?

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
money (1)n

নিজস্ব সংবাদদাতা: দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারের কর্মীরা এক বড় সুখবর পেতে পারেন। মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি করতে পারে মোদী সরকার। কালীপুজোর আগেই ডিএ ঘোষণা হয়ে যেতে পারে। জানা গেছে যে এবার দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ বৃদ্ধি করা হতে পারে। গত ৯ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এখনও সরকারি ভাবে কিছু ঘোষণা সামনে আসেনি। অনুমান করা হচ্ছে ৩১ অক্টোবর দীপাবলির মুখেই ডিএ ঘোষণা করা হতে পারে। 

অন্য দিকে এটাও শোনা যাচ্ছে যে আরও একটি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা আছে। সেই বৈঠকেই ডিএ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। 

উল্লেখ্য, প্রতিবছরই উৎসবের সময়ে এই বিশেষ ভাতা ঘোষণা করে থাকে কেন্দ্রীয় সরকার। দুর্গাপুজো মিটলেও এখনও ডিএ নিয়ে কোনো ঘোষণা সামনে আসেনি। সামনেই রয়েছে আলোর উৎসব। তার আগেই ডিএ ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। 

এখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৫০ শতাংশ। ৩ শতাংশ ডিএ বাড়লে তা হবে ৫৩ শতাংশে। ১ জুলাই ২০২৪ সাল থেকে কার্যকর হয়ে যাবে সেটা। ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা এর লাভ পাবেন। জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বরের এরিয়ারও (বকেয়া) পেয়ে যাবেন কর্মীরা।