ফের DA বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের! ভোটের আগেই ঘোষণা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার গুজরাটের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আট মাসেরবকেয়া ডিএ বা এরিয়ারের টাকা দিয়ে দেওয়া হবে।

author-image
Anusmita Bhattacharya
New Update
moneyMP

নিজস্ব সংবাদদাতা: মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। ফেব্রুয়ারির শেষদিনে রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বৃদ্ধির ঘোষণা হল। সেইসঙ্গে কয়েক মাসের বকেয়া ডিএ বা ‘এরিয়ার’ দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হচ্ছে যা ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। ২০২৩ সালের ১ জুলাই থেকে কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৪৬ শতাংশ হারে ডিএ পাবেন বলে জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান করে দেওয়া হবে।