নিজস্ব সংবাদদাতা: চলতি বছরটা ভালোই যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। কারণ এই বছরের শুরু থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একের পর এক ,মন ভালো করা খবর আসছে। বছরের শুরুতেই তাদের মহার্ঘভাতা বা DA বৃদ্ধির কথা সামনে আসে। আর সেই বৃদ্ধির জল্পনায় সিলমোহর পড়েছে কিছুদিন আগেই। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা যে বৃদ্ধি পাচ্ছে, তা নিশ্চিত করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
গত এপ্রিল থেকেই দেশে শুরু হয়েছে নতুন অর্থবর্ষ। এই ২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য যে সুখবর আসবে, তা মোটামুটি জানা যায় বছরের শুরুতেই। আর মার্চ মাসের শেষের দিকে এসেছিল সেই সুখবর। মার্চে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়ে ৪ শতাংশ। এই বৃদ্ধি কার্যকর করা হয়েছে ১ লা জানুয়ারি থেকে। সেবার ৩৮ শতাংশ থেকে মহার্ঘভাতা বৃদ্ধি পেয়ে হয় ৪২ শতাংশ। গত কয়েকমাস ধরে মহার্ঘভাতা বাড়ানোর দাবি করছেন কেন্দ্রীয় সরকারের কর্মীরা। মূল্যস্ফীতি ঘটেছে বলে তাদের দাবি জুলাই থেকে যে বর্ধিত মহার্ঘভাতা কার্যকর হবে, তা ৩ শতাংশ হারেই বাড়ানো হোক। তবে এবার জানা গেছে যে সেপ্টেম্বর মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার। আর এই বৃদ্ধি দাবি মোতাবেক ৩ শতাংশ বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। ফলে এবার তাদের DA ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৫ শতাংশ হতে চলেছে বলেই অনুমান করছেন অনেকেই।