নিজস্ব সংবাদদাতাঃ সুপার সাইক্লোন 'বিপর্যয়' আজ সন্ধ্যায় গুজরাট উপকূলের দিকে অগ্রসর হবে। আজ সন্ধের মধ্যেই গুজরাট উপকূলে আছড়ে পড়বে সাইক্লোন। এদিকে সাইক্লোন যতটা এগিয়ে আসছে ততই মান্ডভিতে প্রবল হাওয়া বইছে। সেইসঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে গুজরাট রাজ্যের আবহাওয়া ও সাইক্লোন নিয়ে আরও একবার সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (IMD)। আজ বৃহস্পতিবার সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলের জন্য লাল সতর্কবার্তা জারি করেছে আইএমডি। অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আজ রাতের মধ্যে বিধ্বংসী রূপ নিয়ে গুজরাটের জাখাউ বন্দর গুজরাট অতিক্রম করবে।