নিজস্ব সংবাদদাতা: গতকালই নেল্লোর আর মছলিপত্তনামের মাঝে স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। তারপর থেকে তার প্রভাব দেখেছে তামিলনাড়ু, চেন্নাই, অন্ধ্র প্রদেশ সহ বিস্তৃর্ণ এলাকা। জলের তলায় চলে গিয়েছে তামিলনাড়ুর একাধিক এলাকা। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের তান্ডবে প্রাণ হারিয়েছেন ১২ জন। আজও ৯ জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। চেন্নাইয়ে বন্ধ স্কুল-কলেজ।
এই মুহুর্তে ঘূর্ণিঝড়ের যা আপডেট পাওয়া যাচ্ছে, তা হল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ শক্তি হারিয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর-পূর্ব তেলেঙ্গানা জুড়ে অবস্থান করছে এই নিম্নচাপ। আগামী ৪৮ ঘন্টা এই সব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টপাতের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন।