ভয় ধরাচ্ছে ঘূর্ণিঝড় তেজ

পুজোর মুখে বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ। আগেই এই পূর্বাভাসের কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে আরব সাগরেও রয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। ভয় ধরাচ্ছে ঘূর্ণিঝড় তেজ।

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার খুবই কম সম্ভাবনা

হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড়টি রবিবারের মধ্যে আরও তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তারপরই ওমান এবং ইয়েমেনের দক্ষিণ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে আমাদের দেশে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার খুবই কম সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আশঙ্কা থেকে যাচ্ছে ভারতের উপকূলবর্তী এলাকাগুলিতে

খানিকটা হলেও আশঙ্কা থেকে যাচ্ছে ভারতের উপকূলবর্তী এলাকাগুলিতে। প্রসঙ্গত, এর আগে জুন মাসে ঘূর্ণিঝড় বিপর্যয় তৈরি হয়েছিল আরব সাগরে।