নিজস্ব সংবাদদাতা: পুজোর মুখে হঠাৎই আতঙ্ক তৈরি হল৷ দেশজুড়ে এখন সব নজর আরব সাগরের দিকে। কিন্তু কেন? এর কারণ হল সেখানেই শক্তি বৃদ্ধি করছে একটি নিম্নচাপ৷ আর বিজ্ঞানীরা দাবি করছেন যে সেটিই পরিণত হতে পারে একটি ঘূর্ণিঝড়ে৷ বাঙালির দুর্গাপুজোর পাশাপাশি সারা দেশই এখন মেতে উঠেছে নবরাত্রী সেলিব্রেট করতে৷ শহর সেজে উঠেছে নানা রঙের আলোয়৷ তার মধ্যেই দুর্যোগের খবরে রীতিমতো চিন্তা বাড়ছে মানুষের৷ আবহাওয়াবিদদের পক্ষ থেকে বলা হয়েছে, যে এই ঝড় তৈরি হতে পারে ২১ অক্টোবর৷ এই নিম্নচাপ তৈরি হওয়ার পর ধীরে ধীরে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যেতে পারে৷ মনে করা হচ্ছে অক্টোবরের ২৩ থেকে ২৪ অক্টোবরের মধ্যে এই ঝড় স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে৷
মৌসুমী জলবায়ু পরবর্তী সময় হল এই ঘূর্ণিঝড় আসার সময়৷ এই সময়ে ঝড় বেশি আসে৷ আরব সাগরের সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা অত্যাধিক বৃদ্ধির কারণে এই ঝড়ের পরিস্থিতি তৈরি হয়৷ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এই ঝড় সাগর থেকে গতি বাড়াতে শুরু করবে৷ তার পর এটি হয়ত গুজরাত বা মহারাষ্ট্র উপকূলে প্রবল বেগে আছড়ে পড়তে পারে৷ যদিও এখনও এই ঝড়ের গতিপথ ও শক্তি অনুমান করা যাচ্ছে না৷ এই সপ্তাহের শেষে হয়ত সাগরে এই ঝড়টা আকার নিতে পারে ২২-২৩ তারিখে৷ অর্থাৎ, সপ্তাহের শেষে এই ঝড় ভয়ানক রূপ ধারণ করতে পারে৷ এবার জানা গেল যে এই ঘূর্ণিঝড় তৈরি হলে এর নামকরণ করা হবে সাইক্লোন ‘তেজ৷’