ষষ্ঠী-সপ্তমী ভয়ানক সঙ্কট! আসছে ঘূর্ণিঝড় ‘তেজ’

এবার আসছে ঘূর্ণিঝড় তেজ। আপনি তৈরি তো? কোথায় কোথায় আঘাত হানতে পারে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়? সবটা জানতে হলে এখানে ক্লিক করুন। পুজোর মাঝে নিজেকে সাবধান রাখুন।

author-image
Anusmita Bhattacharya
New Update
cyclone1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পুজোর মুখে হঠাৎই আতঙ্ক তৈরি হল৷ দেশজুড়ে এখন সব নজর আরব সাগরের দিকে। কিন্তু কেন? এর কারণ হল সেখানেই শক্তি বৃদ্ধি করছে একটি নিম্নচাপ৷ আর বিজ্ঞানীরা দাবি করছেন যে সেটিই পরিণত হতে পারে একটি ঘূর্ণিঝড়ে৷ বাঙালির দুর্গাপুজোর পাশাপাশি সারা দেশই এখন মেতে উঠেছে নবরাত্রী সেলিব্রেট করতে৷ শহর সেজে উঠেছে নানা রঙের আলোয়৷ তার মধ্যেই দুর্যোগের খবরে রীতিমতো চিন্তা বাড়ছে মানুষের৷ আবহাওয়াবিদদের পক্ষ থেকে বলা হয়েছে, যে এই ঝড় তৈরি হতে পারে ২১ অক্টোবর৷ এই নিম্নচাপ তৈরি হওয়ার পর ধীরে ধীরে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যেতে পারে৷ মনে করা হচ্ছে অক্টোবরের ২৩ থেকে ২৪ অক্টোবরের মধ্যে এই ঝড় স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে৷ 

মৌসুমী জলবায়ু পরবর্তী সময় হল এই ঘূর্ণিঝড় আসার সময়৷ এই সময়ে ঝড় বেশি আসে৷ আরব সাগরের সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা অত্যাধিক বৃদ্ধির কারণে এই ঝড়ের পরিস্থিতি তৈরি হয়৷ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এই ঝড় সাগর থেকে গতি বাড়াতে শুরু করবে৷ তার পর এটি হয়ত গুজরাত বা মহারাষ্ট্র উপকূলে প্রবল বেগে আছড়ে পড়তে পারে৷ যদিও এখনও এই ঝড়ের গতিপথ ও শক্তি অনুমান করা যাচ্ছে না৷ এই সপ্তাহের শেষে হয়ত সাগরে এই ঝড়টা আকার নিতে পারে ২২-২৩ তারিখে৷ অর্থাৎ, সপ্তাহের শেষে এই ঝড় ভয়ানক রূপ ধারণ করতে পারে৷ এবার জানা গেল যে এই ঘূর্ণিঝড় তৈরি হলে এর নামকরণ করা হবে সাইক্লোন ‘তেজ৷’

hiring.jpg