নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় মোচা (Cyclone Mocha) বঙ্গোপসাগরে (Bay of Bengal) ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে শক্তিশালী হচ্ছে। স্থলভাগে যখন আছড়ে পড়বে তখন এই ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলা কেমন হবে সেটা ভেবেই অনেকে আঁতকে উঠছে। উত্তরে অগ্রসরের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩ কিলোমিটার। পোর্ট ব্লেয়ার (Port Blair) বন্দর থেকে ৫৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে রয়েছে এই ঘূর্ণিঝড়। প্রায় ৭২ ঘণ্টা জলেই থাকবে মোচা। ১৩০ কিমি বেগে সমুদ্রে বইছে ঝড় (Storm)।