আছড়ে পড়েছে ‘মিগজাউম’, এবার চলবে তাণ্ডব

ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের গতিবেগ ছিল ঘন্টায় ১১০ কিলোমিটার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
12-cyclone-phailin3.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সময়ের আগেই আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। যেমনটা কথা ছিল, নেল্লোর এবং মছলিপত্তমের মাঝে স্থলভাগে আছড়ে পড়ে সেটি। যখন শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়ে, তখন তার ল্যান্ডফলের গতিবেগ ছিল ঘন্টায় ১১০ কিলোমিটার।

আছড়ে পড়ার পর যেন তাণ্ডব রূপ ধারণ করেছে বাপটলার সমুদ্র সৈকত। অনেক আগেই উপকূল তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। আগামী কয়েক ঘন্টা ঘূর্ণিঝড়ের দাপট চলবে বলে জানা গিয়েছে। ফলে এই সময়টা সকলকে নিরাপদ স্থানে থাকতেই নির্দেশ জারি করেছে তামিলনাড়ু-অন্ধ্র প্রদেশ জুড়ে।

 

hiren