নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশের মধ্য উপকূলে ঘূর্ণিঝড় মিগজাউম দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে বুধবার জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর।
আইএমডি জানিয়েছে, "মধ্য উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে তৈরি হওয়া ঘূর্ণিঝড় 'মিচাউং' দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বাপাতলা থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে এবং খাম্মাম থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। আগামী ০৬ ঘন্টার মধ্যে আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।"
প্রসঙ্গত, মঙ্গলবার ঘূর্ণিঝড় মিচাউং আঘাত হানার সঙ্গে সঙ্গে চেন্নাইয়ে অবিরাম বৃষ্টিপাত হয়, যদিও সোমবার থেকে এর প্রকোপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ঝড়ের ফলে বৃষ্টি পাত এবং পরবর্তী বন্যা রাজ্যের রাজধানীকে স্থবির করে দেয়, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে এবং এর ফলে প্রাণহানি এবং সম্পত্তির ক্ষয়ক্ষতিও ঘটে।