নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। আজ দুপুরেই আছড়ে পড়বে সেটি। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই তার এফেক্টে বেসামাল তামিলনাড়ু। আইএমডি জানাচ্ছে, দক্ষিণ অন্ধ্রপ্রদেশের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় মিগজাউম গত ৬ ঘন্টায় ৭ কিমি বেগে উত্তর দিকে অগ্রসর হয়েছে এবং আজকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আপাতত শক্তি বাড়িয়ে উত্তর দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়। অভিমুখ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল। আজ দুপুরের মধ্যে এই ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়িয়ে আঘাত হানবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। আবহাওয়াবিদদের অনুমান, অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও মছলিপত্তনামের মাঝামাঝিও বাপাটলা উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে স্থল ভাগে। সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগ হতে পারে।