ঘূর্ণিঝড় মিচাং এ নদীর জলে মিশেছে বিষাক্ত তেল, সাফাইতে ৩০০ জন কর্মী

ঘূর্ণিঝড় মিচাং এ তামিলনাড়ু রাজ্যের বেশির ভাগ জায়গাই বিধ্বস্ত হয়ে গিয়েছে। প্রায় ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল একাধিক এলাকা।

author-image
Adrita
New Update
চ

নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় মিচাং যখন তামিনাড়ু রাজ্যে প্রভাব ফেলে, তখন CPCL অর্থাৎ চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের বহু তেলের ব্যারেল থেকে তেল ছিটকে পড়ে নদীতে এবং তেল নদীর জলের সাথে সেই সব মিশে যায়। এমনকি এই তেল কদালুমের আবাসিক এলাকায় প্রবেশ করেছে। যা সাধারণ মানুষের জন জীবনকে ব্যাহত করছে। 

hiren

তবে বর্তমানে, সিপিসিএল-এর প্রায় ৩০০ জন কর্মী এবং৭৫ টিরও বেশি নৌকা উন্নত সরঞ্জাম দিয়ে নদী থেকে সেই তেল পরিষ্কার করার চেষ্টা করছে।

hiring.jpg