নিজস্ব সংবাদদাতা:ঘূর্ণিঝড়ের সতর্কতা সম্পর্কে আইএমডি, বিশাখাপত্তনমের শ্রীনুভাস এদিন বলেন, "পশ্চিম-মধ্য ও পার্শ্ববর্তী উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ ঘনীভূত হয়েছে। এটি বিশাখাপত্তনমের ১২০কিলোমিটার পূর্বে অবস্থান করছে। এটি আরও অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কিছু জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অন্ধ্র প্রদেশে প্রবল বাতাস বইতে শুরু করেছে ইতিমধ্যেই। এই মুহুর্তে সমুদ্রের গতি প্রকৃতি দেখে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে”।
#WATCH | Andhra Pradesh: On cyclone warning, Srinuvas IMD, Visakhapatnam says, "...The depression over west-central & adjoining northwest Bay of Bengal off...it is lying 120 km East of Visakhapatnam...it is likely to move further west north-west wards...under the influence of… pic.twitter.com/DS1dFS5IBE