নিজস্ব সংবাদদাতাঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নিকটবর্তী একটি নিম্নচাপ তৈরি হচ্ছে দক্ষিণ আন্দামানে। এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে খুব শীঘ্রই আরও ঘনীভূত হয়ে আছড়ে পড়তে চলেছে। আইএমডি জানিয়েছে যে, এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে আরও ঘনীভূত হতে পারে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)