নিজস্ব সংবাদদাতা: আজই ঘূর্ণিঝড় ‘ফেইঞ্জল’ আছড়ে পড়তে চলেছে তামিলনাড়ু উপকূলে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব যে আগেই কেটেছে তা জানিয়েছে আইএমডি। ঘূর্ণিঝড় সতর্কতা আগেই তুলে নিয়েছে তারা। কেননা সেই ঘূর্ণিঝড় ‘ফেইঞ্জল’ ইতিমধ্যেই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে শক্তি হারালেও দমকা হাওয়ার দাপট রয়েছে উপকূলীয় এলাকাগুলিতে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে পুদুচেরির অনেক উপকূলীয় অঞ্চলে রুক্ষ সমুদ্র এবং দমকা হাওয়া দেখা যাচ্ছে আজ সকাল থেকেই। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘ফেইঞ্জল’ আজ সন্ধ্যা নাগাদ উপকূলীয় এলাকায় আঘাত হানবে।