নিজস্ব সংবাদদাতা: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ফেঙ্গল’। তামিলনাড়ুতে এমনিতেই গর্জন করছে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। জলের উচ্ছ্বাস এতোটাই বেশি যে কখনও কখনও ঢেউ উপরের ব্রিজকেও পর্যন্ত ছুঁয়ে ফেলছে। এমনই ভয়ঙ্কর অবস্থা তামিলনাড়ুর। এর মধ্যেই ঘূর্ণিঝড়ের সঠিক অবস্থান জানিয়েছে আইএমডি। আর তারপরই ঘূর্ণিঝড় মোকাবিলাতে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে ভারতীয় নৌবাহিনীর।
ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফেঙ্গল আগামী ১-২ দিনের মধ্যে আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তামিলনাড়ুর উপকূলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবের প্রত্যাশায়, নৌবাহিনী রাজ্য এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রস্তুত হচ্ছে। এর মধ্যে রয়েছে খাদ্য, পানীয় জল, ওষুধ এবং অন্যান্য HADR ত্রাণ সামগ্রী। এছাড়াও যানবাহন লোড করার পাশাপাশি দ্রুত প্রতিক্রিয়ার জন্য বন্যা ত্রাণ দল (FRTs) প্রস্তুত থাকছে। জরুরী উদ্ধার অভিযানের জন্য HQTN&P তাদের ডাইভিং দলকে স্ট্যান্ডবাইতে রাখা হয়েছে’।