নিজস্ব সংবাদদাতা : মোচা এখন অতীত। মায়ানমারে ল্যান্ডফলের পর শোনা যাচ্ছে নতুন নাম। আসছে ঘূর্ণিঝড় ফ্যাবিয়েন। মোচার থেকেও শক্তিশালী এই ফ্যাবিয়েন। ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আগে তাই বাড়ছে আতঙ্ক। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ ভারত মহাসাগরে জন্ম হতে চলেছে ঘূর্ণিঝড় ফ্যাবিয়েনের। ভাইরাল হওয়া স্যাটেলাইট চিত্রে দখা যাচ্ছে, মঙ্গলবার থেকে শক্তি বৃদ্ধি ঘটবে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে সাইক্লোন ফ্যাবিয়েনের গতি পৌঁছবে ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটারে। তবে ঠিক কোন দেশের ওপর আঘাত হানতে চলেছে তা স্পষ্ট নয়।