২১০ কিমি বেগে ধেয়ে আসছে সাইক্লোন 'এলিয়ানর'! ধ্বংসলীলা

এবার আরো এক সাইক্লোন নিয়ে বড় আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
cycloneee.jpg

নিজস্ব সংবাদদাতা: ভারত মহাসাগরে ফুঁসছে মহাশক্তিশালী ঘূর্ণিঝড় এলিয়ানর। আপাতত স্থলভাগ থেকে ২০০ কিলোমিটার দূরে রয়েছে এই সাইক্লোন। তার গতিবেগ ২১০ কিলোমিটার প্রতি ঘন্টা। এই ঘূর্ণিঝড়ের দাপটেই কাঁপছে স্থলভাগ। সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। তাই আরো বেশি করে জলীয় বাষ্প সংগ্রহ করছে ঘূর্ণিঝড়। তাতেই ধ্বংসলীলা চালানোর সম্ভাবনা আরও বাড়ছে।

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg