ফের কালো করছে আকাশ, রয়েছে ঘূর্ণিঝড়ের সতর্কতা, সাবধান

আগামী কয়েকদিন বেশ কিছু রাজ্যেই এর উপস্থিতি দেখা যাবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
jhor brishti

File Picture

নিজস্ব সংবাদদাতা: এরাজ্যের পাশাপাশি অন্যান্য রাজ্যেও গরম কমাতে হাজির হচ্ছে ঝড়বৃষ্টি। আগামী কয়েকদিন বেশ কিছু রাজ্যেই এর উপস্থিতি দেখা যাবে। ফলে তাপপ্রবাহের প্রভাব খানিকটা কমবে কিছু রাজ্যে।

সেই তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের আবহাওয়াবিদ ভোপাল প্রকাশ ধাওয়ালে এদিন বলেন, “আগামী দিনগুলিতে, বজ্রপাতের পাশাপাশি ঝোড়ো বাতাস এবং বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গত দু-তিন দিনে দেখা যাবে মেঘের আনাগোনা এবং হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত। আগামী ২৪ ঘন্টার মধ্যে বালাঘাট, ছিন্দওয়াড়া, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশের মাদলা এবং দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশের বেশ কিছু অংশে এই সতর্কতা জারি থাকবে”।

cyclone 1.png

cyclone biparjoy.jpg

Add 1