Cyclone Biparjoy: বিপর্যয়ের প্রকোপে জামনগরে প্রবল বৃষ্টি, জলে ভাসল শহর

ক্রমেই এগোচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে প্রবল বৃষ্টি। যার জেরে গুজরাটের শহর জামনগরে থৈ থৈ করছে জল। ডুবেছে একাধিক বাড়ি ঘর। প্রকাশ্যে এল ভিডিও।

author-image
SWETA MITRA
New Update
jamnagar.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় বিপর্যয়ের কবলে গুজরাট। সে রাজ্যের একাধিক জেলায় এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। বেশ কিছু জেলায় সকাল থেকেই মুখ ভার। যে কোনও মুহূর্তে হতে পারে ভারী বর্ষণ। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এল জামনগরের ছবি। বৃহস্পতিবার টুইটারে জামনগরের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা গেল, লোকালয়ে থৈ থৈ করছে জল। 

এক টুইটার ব্যবহারকারী এই ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, লোকালয়ের মধ্যে দিয়েই নদীর স্রোতের মত বয়ে যাচ্ছে জল। চারপাশের বহু বাড়িঘর ডুবে গিয়েছে। অতি বৃষ্টির জেরে নদীর জল লোকালয়ে এসে পড়েছে। 

বৃহস্পতিবার সকালে মৌসম ভবন থেকে জানানো হয়েছেযে, এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আইএমডি'র পূর্বাভাস বলছে, গুজরাট রাজ্যের জামনগর, পোরবন্দর, দ্বারকা, মোরবি, জুনাগড়, রাজকোট জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ কিমি। 

প্রস্তুত আছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। গুজরাটের সমুদ্র উপকূল খালি করে দেওয়া হয়েছে। জনসাধারণকে বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।