নিজস্ব সংবাদদাতা: দমকা হাওয়ায় বিশাল গাছ উপড়ে পড়ার কারণে বেশ কয়েকটি বাড়িঘর এবং বিদ্যুৎ অবকাঠামোর ক্ষতি ছাড়াও, ঘূর্ণিঝড় দানা কেন্দ্রপাড়া জেলায় দাঁড়িয়ে থাকা ফসল ও সবজি চাষের মারাত্মক ক্ষতি করেছে।
প্রবল ঘূর্ণিঝড়টি জেলার রাজনগর ব্লকের অন্তর্গত হাবলিখাটি প্রকৃতি শিবিরের কাছে আছড়ে পড়ে। ঘূর্ণিঝড়ের প্রকোপে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই এলাকায় হাজার হাজার বড় বড় গাছ উপড়ে গিয়ে খড়ের ঘরবাড়ির ক্ষতি হলেও কৃষকদের জীবন-জীবিকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট ব্যাপক বৃষ্টির কারণে রাজনগর ব্লকের অধীন সাতভায়া, বাগাপাতিয়া, পেথা এবং তালাচুয়া গ্রাম পঞ্চায়েতের স্থায়ী ফসল ও সবজি চাষ সহ বেশ কিছু একর জমি হাঁটু গভীর জলে তলিয়ে গেছে। শীঘ্রই ফসল ও শাকসবজির আবাদ নষ্ট হয়ে তাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন এলাকার কৃষকরা।
“ধানের শীষে ফল আসছিল। যাইহোক, চাষের জমিগুলি হাঁটু গভীর জলে তলিয়ে যাওয়ায় সেগুলি শীঘ্রই ধ্বংস হতে চলেছে,” একজন কৃষক দুঃখ প্রকাশ করেছেন।