ঘূর্ণিঝড় ডানার ল্যান্ডফলের জায়গা পাল্টে গেল! শেষ মুহূর্তে উত্তেজনা

আবহাওয়ার বড় আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
cycloneq1.jpg

নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় ডানার ল্যান্ডফলের ভোলবদল। একেবারে সেই অবস্থানই বদলে গেল। হাওয়া অফিস বলছে যে আজই আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। বাংলার সাগরদ্বীপ এবং ওড়িশার পুরীর মধ্যে যে কোনও এলাকায় আছড়ে পড়তে পারে এই বিশেষ সাইক্লোন এই সম্ভাবনার কথাই আগে জানা ছিল সবার। তবে সর্বশেষ বুলেটিন অনুযায়ী জানিয়ে দিল হাওয়া অফিস যে ওড়িশাতেই আছড়ে পড়বে এই সাইক্লোন যার নাম ডানা। এর ফলে ক্ষয়ক্ষতির নিরিখে অনেকটাই রেহাই পেতে পারে বাংলা, এমনটাই অনুমান করা হচ্ছে।

হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে আজ মধ্যরাত এবং আগামীকাল ভোরবেলাতেই উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে দিয়ে অতিক্রম করতে পারে সাইক্লোন। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়তে পারে এই সাইক্লোন। ঝড়ের গতিবেগ তখন থাকতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। 

বুধবার ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারার সম্ভাবনা আছে।এর সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৬০-৭০ কিমি।