নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় 'বিপর্যয়' নিয়ে চিন্তা বৃদ্ধি পাচ্ছে গুজরাট জুড়ে। ঘূর্ণিঝড় 'বিপর্যয়'-এর বর্তমান আপডেটের সম্বন্ধে জানিয়েছেন গুজরাটের ত্রাণ কমিশনার অলোক পান্ডে। তিনি বলেছেন, "ঝড়ের নজর আপাতত পাকিস্তান-কচ্ছ সীমান্তের কাছে। বাতাসের গড় গতিবেগ রয়েছে ৭৮ কিলোমিটার প্রতি ঘণ্টা। বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা রয়েছে। ঝড়টি আগামীকাল দক্ষিণ রাজস্থানে পৌঁছবে। নিচু এলাকার লোকজনকে সতর্ক করা হয়েছে। আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। ঝড়ের কেন্দ্রস্থলের কাছে ভারী বৃষ্টিপাত সহ গুজরাট জুড়ে বিরতিহীন বৃষ্টিপাতের প্রত্যাশিত"।