নিজস্ব সংবাদদাতা: পূর্ব-মধ্য আরব সাগরে রয়েছে অতি তীব্র ঘূর্ণিঝড় বিপর্যয়। তার অবস্থান মুম্বই থেকে ৬২০ কিলোমিটার দূরে রয়েছে। পাকিস্তানের করাচি থেকে ৮৭০ কিলোমিটার দূরে রয়েছে এই সাইক্লোন। আগামী ৫ দিনে করাচি পৌঁছবে বিপর্যয়। তার প্রভাবে মাঝ সমুদ্রে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সৃষ্টি হতে পারে। করাচিতে প্রতি ঘণ্টায় ১১৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। এর ফলে পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকতে আরও ৪৮ ঘন্টা সময় লাগবে।