Cyclone Biparjoy: দুর্বল বিপর্যয়, ভারী বৃষ্টি থেকে এখনই নিস্তার নেই গুজরাটের

ঘূর্ণিঝড় বিপর্যয়ের কবলে গুজরাট। তবে শক্তিক্ষয় হয়েছে তার। বৃহস্পতিবার উপকূলে আছড়ে পড়েছিল এই ঘূর্ণিঝড়। বানাসকান্থা এবং পাটনা জেলায় এখনও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। রাজস্থানে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

author-image
Ritika Das
New Update
Gujarat Cyclone.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ১৫ জুন, বৃহস্পতিবার গুজরাটের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় বিপর্যয়। এই রাজ্যের একাধিক জেলায় তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড়। দ্বারকা, জামনগর, পোরবন্দর, মোরবি, জুনাগড়, রাজকোট জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। কিছু জেলায় আবার অতি ভারী বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। 

আইএমডি জানাচ্ছে, এখন বিপর্যয়ের গতি অনেকটাই কমেছে। শক্তি হারিয়েছে এই ঘূর্ণিঝড়। আপাতত এই ঝড় ভূপৃষ্ঠের মধ্যেই সীমাবদ্ধ আছে। এনডিআরএফ ডিজি অতুল কারওয়াল জানান, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাটের বানাসকান্থা এবং পাটনা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পাশাপাশি রাজস্থানের দক্ষিণ অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। 

Cyclone Biparjoy to make landfall tomorrow: Here's how the cyclone got its  name? - BusinessToday

অতুল কারওয়াল আরও জানান, গুজরাটে ১৮টি দল, রাজস্থানে ২টি, দিউতে ১টি বিপর্যয় মোকাবিলা দলকে মোতায়েন করা হয়েছে। এছাড়াও কিছু দলকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেছেন যে, গুজরাট সরকারের ভাল পদক্ষেপের কারণে এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হয়েছে।