নিজস্ব সংবাদদাতা: ১৫ জুন, বৃহস্পতিবার গুজরাটের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় বিপর্যয়। এই রাজ্যের একাধিক জেলায় তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড়। দ্বারকা, জামনগর, পোরবন্দর, মোরবি, জুনাগড়, রাজকোট জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। কিছু জেলায় আবার অতি ভারী বৃষ্টির খবর পাওয়া গিয়েছে।
আইএমডি জানাচ্ছে, এখন বিপর্যয়ের গতি অনেকটাই কমেছে। শক্তি হারিয়েছে এই ঘূর্ণিঝড়। আপাতত এই ঝড় ভূপৃষ্ঠের মধ্যেই সীমাবদ্ধ আছে। এনডিআরএফ ডিজি অতুল কারওয়াল জানান, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাটের বানাসকান্থা এবং পাটনা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পাশাপাশি রাজস্থানের দক্ষিণ অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।
অতুল কারওয়াল আরও জানান, গুজরাটে ১৮টি দল, রাজস্থানে ২টি, দিউতে ১টি বিপর্যয় মোকাবিলা দলকে মোতায়েন করা হয়েছে। এছাড়াও কিছু দলকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেছেন যে, গুজরাট সরকারের ভাল পদক্ষেপের কারণে এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হয়েছে।