নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, 'অতি তীব্র' ঘূর্ণিঝড় বিপর্যয় ১১৫-১২৫ কিলোমিটার বেগে সৌরাষ্ট্র উপকূলের কাছাকাছি আসছে। ঝড়ের চোখের ব্যাস প্রায় ৫০ কিলোমিটার এবং মধ্যরাতের দিকে এটি এই অঞ্চলে আঘাত হানবে বলে মনে করা হচ্ছে। আইএমডি জানিয়েছে, ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে গুজরাট উপকূলের দিকে অগ্রসর হওয়া ঘূর্ণিঝড়টি সৌরাষ্ট্র-কচ্ছ এবং তৎসংলগ্ন পাকিস্তান উপকূলের মধ্যে জাখাউ বন্দরের কাছে মান্ডভি এবং পাকিস্তানের করাচির মধ্যে আঘাত হানবে।