ঘূর্ণিঝড় 'বিপর্যয়': গুজরাটে মৃত্যু মিছিল

ঘূর্ণিঝড় 'বিপর্যয়'-এর ফলে গুজরাটে এখনও পর্যন্ত একাধিক প্রাণীর মৃত্যু হয়েছে। সামনে এল নয়া তথ্য। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
m

নিজস্ব সংবাদদাতা: ইতিমধ্যেই গুজরাটে তাণ্ডব শুরু করেছে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'। ঘূর্ণিঝড় 'বিপর্যয়'-এর ফলে একাধিক প্রাণীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, গুজরাটে এখনও পর্যন্ত ২৩ টি প্রাণী মারা গিয়েছে। এছাড়াও ৫২৪ টি গাছ পড়ে গিয়েছে, কিছু জায়গায় বৈদ্যুতিক খুঁটিও পড়ে গিয়েছে, যার কারণে ৯৪০ টি গ্রামে বিদ্যুৎ নেই। আরও জানা যাচ্ছে, ঘূর্ণিঝড় 'বিপর্যয়'-এর প্রভাবে ২২ জন মানুষ এখনও পর্যন্ত আহত হয়েছেন।  গুজরাটের ত্রাণ কমিশনার অলোক পান্ডে এই বিষয়ে জানিয়েছেন।