সাইবার হানা এবার থাবা বসালো ব্যাঙ্কিংয়ে, বন্ধ হয়ে যতে পারে সব লেনদেন

ঘোর সংকট।

author-image
Adrita
New Update
এস

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ সাইবার অ্যাটাক এবার থাবা বসাচ্ছে ব্যাঙ্কিংয়েও। সূত্র মারফত জানা গিয়েছে যে, ভারতের প্রায় ৩০০টি ছোট ব্যাঙ্কের পেমেন্ট সিস্টেমে হানা দিয়েছে র‌্যানসমওয়্যার অ্যাটাক। যা পেমেন্ট সিস্টেমকে বন্ধ করে দিতে পারে। 

Massive ransomware attack cripples 300 Indian banks, majorly disrupts ATM,  UPI services – Firstpost

বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, পেমেন্ট আটকে গেলে দেশের অর্থনীতিতে তা মাত্র ০.৫ শতাংশ প্রভাবিত হবে। কিন্তু, আগামীদিনে কোনও বড়সড় হামলা হলে মহাসঙ্কটে পরে যাবে দেশ। 

91% of Indian organisations experienced ransomware attacks in 2023: Report  | News - Business Standard

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাইবার হানার ব্যাপারে ক্রমাগত সতর্ক করে আসছে সব ছোটবড় ব্যাঙ্কগুলিকে। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে। এই সাইবার হানা যাতে বেশি পরিমাণ ব্যাঙ্ককে প্রভাবিত করতে না পারে, তার জন্য একটি অডিট করা হচ্ছে। 

Retail payments at several co-operative, regional rural banks hit due to ransomware  attack | Mint

Adddd