নিজস্ব সংবাদদাতাঃ আগামী সেপ্টেম্বর মাসেই দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি ২০ বৈঠক (G20 Summit)। ইতিমধ্যে এই বৈঠকে যোগ বহু দেশ বিদেশের প্রতিনিধিরা রাজধানীতে হাজির হয়েছেন। এছাড়া একপ্রকার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। এসবের মাঝেই একটি ব্যাপার ভাবাচ্ছে সরকারকে। সেটি হল বাঁদরের উপদ্রপ। জি-২০ সম্মেলন স্থলে বানরদের প্রবেশ ঠেকাতে দিল্লিতে লাঙ্গুরের কাটআউট বসানো হয়েছে। এই প্রসঙ্গে, এনডিএমসি-র ভাইস চেয়ারম্যান সতীশ উপাধ্যায় বলেন, "বেশ কয়েকটি জায়গায় লাঙ্গুরের বড় কাটআউট লাগানো হয়েছে। সর্দার প্যাটেল মার্গ এবং শাস্ত্রী ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলির কাছে রাখা এই কাটআউটগুলির কাছাকাছি আসতে চায় না বানররা, কারণ তারা ভয় পেয়ে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরে যায়। বানরকে বাস্তুচ্যুত, ক্ষতিগ্রস্ত বা আঘাত করা যাবে না। বানরদের এই ধরনের জায়গা থেকে দূরে রাখার জন্য আমাদের প্রায় ৩০-৪০ জন প্রশিক্ষিত লোক রয়েছে।“