নিজস্ব সংবাদদাতাঃ কাস্টমস ডিপার্টমেন্টের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) কোচি বিমানবন্দরে ৫৭.২০ লক্ষ টাকা মূল্যের ১,২৫৩ গ্রাম সোনা বাজেয়াপ্ত করেছে। বিবৃতিতে আরও বলা হয়, পরবর্তী পদক্ষেপের জন্য এআইইউ ব্যাচের কর্মকর্তাদের প্রোফাইলিংয়ের ভিত্তিতে আবুধাবি থেকে ৬ই ১৪০৪ ফ্লাইটে কোচি বিমানবন্দরে আসা এক যাত্রীকে পরীক্ষা করা হয়। অভিযুক্তের নাম আশিক। জানা গিয়েছে, অভিযুক্ত চেট্টুভা র বাসিন্দা। সূত্রে খবর, পরীক্ষা-নিরীক্ষার সময় ওই যাত্রীর দেহের ভেতর লুকিয়ে রাখা ১ হাজার ২৫৩ গ্রাম ওজনের কম্পাউন্ড আকারে চারটি স্বর্ণের ক্যাপসুল উদ্ধার করা হয়েছে। ঘটনার আরও তদন্ত চলছে বলে জানা গিয়েছে।