'হারামি'! সাংসদ পদ হারাতেই ট্রোলিংয়ের মধ্যমণি মহুয়া মৈত্র

সাংসদ পদ হারাতেই মহুয়া মৈত্রকে নিয়ে ভাইরাল হল একটি হ্যাশট্যাগ। এর একটি বিশেষ শব্দ আজও আপত্তিজনক হিসাবে চিহ্নিত হয় ভদ্র সমাজে। তবে নেত্রীর নামের আগে সেই শব্দ বসিয়ে চলছে ট্রোলিং।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
mahuaviral

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক নতুন হ্যাশট্যাগ 'হারামি'। তৃণমূল নেত্রীর নামের আগে এই বিশেষ শব্দটি প্রয়োগ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক নতুন ট্রেন্ড। এতে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণভাবেই কটাক্ষ করা হচ্ছে এই হেভিওয়েট তৃণমূল নেত্রীকে। কিন্তু কেন?

আসলে একদা সংসদে মহুয়া মৈত্র অন্য এক বিজেপি সাংসদের ভাষণ চলাকালীন উঠে দাঁড়িয়ে 'হারামি' শব্দটি প্রয়োগ করেছিলেন। তথাকথিত সমাজে এই শব্দটিকে সাধারণত কারুর চরিত্রকে কালিমালিপ্ত করতে ব্যবহার করা হয়। নেত্রীর এই মন্তব্যের পর সংসদ এবং সংসদের বাইরে উত্তাল হয়ে উঠেছিল রাজনীতি। নেত্রী সাংসদ পদ হারানোর পর এবার এই শব্দটি বুমেরাং হয়ে ফিরে এসেছে বলে দাবি একাংশের। তবে প্রকাশ্যে এই নিম্নমানের হ্যাশট্যাগের ব্যবহার নিয়েও দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া। 

hiring.jpg