Ram Temple Breaking: দর্শনার্থীদের পদপিষ্ট হওয়ার আশঙ্কা শুরু!

দর্শনার্থীদের পদপিষ্ট হওয়ার আশঙ্কা শুরু হয়ে গেল এবার রাম মন্দিরে।

author-image
Anusmita Bhattacharya
New Update
crowdram

নিজস্ব সংবাদদাতা: আজ সকাল থেকে রাম মন্দির জনসাধারণের দর্শনের জন্য খুলে যেতেই ব্যাপক ভিড় সেখানে। প্রশাসন রীতিমতো হিমশিম খাচ্ছে ভিড় সামলাতে গিয়ে। এবার প্রশাসন এবং স্থানীয় পুলিশ আগত দর্শনার্থীদের অনুরোধ করল তারা যেন মাটিতে বসে পড়ে। এর ফলে পুলিশের উপর মানুষের বাড়তি চাপ এসে পড়বে না এবং মানুষের ক্ষেত্রেও পদপিষ্ট হওয়ার আশঙ্কা থাকবে না।

flames1

raincity1

ff1