‘ক্রস ভোটিং’ প্রসঙ্গ, ‘ভিত্তিহীন’ জানিয়ে দিল কংগ্রেস

'রিপোর্ট এলে আলোচনা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
CONGRESS JAIRAM RAMWSH.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের ক্রস-ভোটিং প্রসঙ্গে এদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক ইন-চার্জ কমিউনিকেশনস জয়রাম রমেশ বলেন, "দায়বদ্ধতা অবশ্যই স্থির করা হবে। হরিয়ানাতেও দায়বদ্ধতা স্থির করা হয়েছিল। এই প্রতিবেদনের দুটি অংশ রয়েছে - প্রথমত, কেন ক্রস ভোটিং এখানে ঘটল এবং এটা কিভাবে হতে দেওয়া হল। দ্বিতীয়ত, সরকারকে বাঁচাতে এবং অফিসিয়াল অর্ডার টিকিয়ে রাখতে কী পদক্ষেপ নেওয়া উচিত? রিপোর্ট এলে আলোচনা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত সব রিপোর্ট ও জল্পনা ভিত্তিহীন”।

 

Add 1

স্ব

স