উৎসবের মাঝেই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা!

মহারাষ্ট্রের রায়গড়ের তামহানি ঘাট এলাকার ঘটনা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GCkPXzAb0AAxqEw.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বছর শেষের পূর্তিতে মাতোয়ারা গোটা দেশ। আর একদিন বাদেই ২০২৪-কে স্বাগত জানাবে সকলে। স্বাভাবিক ভাবেই এখন চারিদিকে উৎসবের মরশুম। আর এর মধ্যেই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা।

আজ সকাল সাড়ে ৭টার কিছু পরে মহারাষ্ট্রের মানগাঁও থানার অন্তর্গত রায়গড়ের তামহানি ঘাট এলাকায় একটি ট্যুরিস্ট বাস হঠাৎই চলন্ত অবস্থায় উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ২ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৫৫ জন। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সমগ্র এলাকা ঘিরে নিয়েছে মহারাষ্ট্র পুলিশ। এলাকায় হাজির রয়েছেন এসপি রায়গড় সোমনাথ ঘার্জে। কীভাবে বাসটি উল্টে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

hiren