জেল থেকে ফোন করে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! রাজ্য জুড়ে তোলপাড়

জেল থেকে মুখ্যমন্ত্রীকে ফোন করে খুনের হুমকি অপরাধীর।

author-image
Tamalika Chakraborty
New Update
rajasthan home minister


নিজস্ব সংবাদদাতা:রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী জওহরসিংহ বেধাম বলেছেন, "দৌসা জেলে রিঙ্কু/রণওয়া নামে এক অপরাধী পকসো আইনে জেলে বন্দি। মোবাইলের মাধ্যমে সে গতকাল কন্ট্রোল রুমে ফোন করে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে হত্যার হুমকি দেয়। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং তাকে গ্রেপ্তার করে। আমরা জেলের ডিজিকে নির্দেশ দিয়েছিলাম এবং জেলের ডিজি আইজি বিক্রম সিংকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে অপরাধী কীভাবে ফোন পেল? কারণ এই ঘটনার এক ঘন্টা আগে, পুলিশ জেলে তল্লাশি চালিয়েছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে জেলের ভিতরের কোনও অফিসারও জড়িত। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আমরা কঠোর ব্যবস্থা নেব।"