বিশ্বকাপ, ভারতের পরাজয়! কান্নায় ভেঙে পড়লেন ভক্তরা

দশে ১০ করে ফাইনালে উঠলেও, আসল ১১ নম্বর ম্যাচটিতেই পা হড়কাল রোহিত বাহিনী। এবারের বিশ্বকাপে একটি মাত্র ম্যাচে হারল ভারত।

author-image
Aniruddha Chakraborty
New Update
।ম,ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ফের ২০০৩ সালের পুনরাবৃত্তি ঘটল। টিম বদলেছে, পরিস্থিতি বদলেছে। বদলাল না শুধু ফলটুকু। ২০ বছর আগের বদলা নেওয়া হল না রোহিতদের। বরং তাদের যন্ত্রণা আরও বাড়ল। ১০ বছর ধরে আইসিসি ট্রফি জয়ের খরা কাটল না। ১২ বছর পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হল দেশের ১৪০ কোটির মানুষের। আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গেল ভারত। 

ভারতের পরাজয়ের পর এক ক্রিকেট ভক্ত বলন, "পুরো টুর্নামেন্ট জুড়ে ভারত খুব ভালো খেলেছে। আমাদের সমর্থন সবসময় ভারতের সঙ্গে রয়েছে। ভারত মাতা কি জয়।"

আরও এক ক্রিকেট ভক্ত বলেন, 'আমরা সত্যিই ভারতকে নিয়ে গর্বিত। তারা ভালো খেলেছে এবং আমাদের সমর্থন সবসময় দলের সঙ্গে আছে।'

একজন ক্রিকেট ভক্ত বলেন, 'কিছু দিন ভাল, কিছু খারাপ, আজ আমাদের জন্য একটি খারাপ দিন ছিল। টিম ইন্ডিয়া তাদের ১০০ শতাংশ দিয়েছে। পরের বার আমরা জিতব।'   

আইসিসি বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এক ক্রিকেট ভক্ত। তিনি বলেন, 'পরাজয় এবং জয় খেলার অংশ। দলটি ভালো পারফর্ম করেছে। আমরা আবার শক্তিশালী হয়ে উঠব।'