আতশবাজির ভয়াবহতা ধরা পড়ল এবার

রাস্তার বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখা গেল খতরনাক সেল।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
DEEPAVALI_CRACKERS_GARBAGE_CONSERVANY_WORKER_CLEANING.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিওয়ালির রাত পেরতেই সকালের ছবিটা দেখা গেল ভয়ঙ্কর। কোথাও দূষিত ধোঁয়ায় ঢাকল শহর, তো কোথাও রাস্তার বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখা গেল খতরনাক সেল। 

চেন্নাইয়ের কোলাথুর এলাকায় রাস্তায় জমে থাকা আতশবাজির বর্জ্য দেখা গেল এদিন। এই রাজ্যে সকাল ৬টা থেকে ৭টা এবং আবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত আতশবাজি ফাটানোর অনুমতি ছিল। একই চিত্র দেখা গিয়েছে কর্ণাটকেও।

 

hiren